তহিদুল ইসলাম সানি, মোংলাঃহরিণের মাংসসহ একজনকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে পৌর শহরের শেলাবুনিয়া এলাকা থেকে ব্যাগ ভর্তি হরিণের মাংসসহ চোরা শিকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় ,শুক্রবার গভীর রাতে সুন্দরবনের মায়াবি হরিন শিকার করে একদল চোরা শিকারী পৌর শহর দিয়ে পাচার করছে এসময় গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এ সংবাদের সূত্র ধরে ওই এলাকাসহ বেশ কয়েকটি পয়েন্টে পৃথক অভিযান চালায় পুলিশের কয়েকটি দল।
পৌর শহরের ৭নং ওয়ার্ড সেন্টপলস স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে ব্যাগ ভর্তি হরিনের মাংস নিয়ে একটি লোক ভ্যান যোগে যাচ্ছিল। এসময় তাকে সন্দেহ হলে পিছন থেকে ধাওয়া করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় আনুমানিক ১০ কেজি মাংসসহ মোংলা শহরের ১ নম্বর ওয়ার্ড কুমারখালী এলাকার বাসিন্ধা দোলেয়ার হাওলাদারের ভাড়াটিয়া এবং মোড়েলগঞ্জ উপজেলার তেলীখালী গ্রামের মজনু হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার (৪০) কে আটক করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, একটি চক্র প্রশাসনের নজর ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে হরিণ পাচার করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে এমন গোপন খবরের সুত্রধরে মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাগ ভর্তি হরিণের মাংস সহ বাচ্চু হাওলাদার কে আটক করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আটক বাচ্চু হাওলাদার কে বাগেরহাট আদালতে প্রেরন করা হবে এবং আদালতের নির্দেশনায় জব্দকৃত হরিণের মাংস ধ্বংস করা হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।