মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

চন্দনাইশে রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ : চলছে তদন্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

আবু তালেব আনচারী চন্দনাইশ [চট্টগ্রাম] প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গুরুত্বপুর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পে ২০১৮-১৯ অর্থ বছরে ৯৮,৩৫,৩৭৯/- টাকা বরাদ্দ দেয়া চলমান কাজে এলাকাবাসীর দেয়া অনিয়মের অভিযোগ তদন্ত করছেন গুরুত্ব পুর্ন নগর উন্নয়ন অবকাঠমো এল,জি,ডি [ঢাকা] সদর দপ্তরের প্রকৌলী কে,এম নুরুল ইসলাম।

গতকাল ১১ সেপ্টম্বও শুক্রবার সকালে ৩সদস্য বিশিষ্ট টিম নিয়ে রাস্তাটি টিকাদারের অনিয়ম সরজমিন পরিদর্শন করাহয়।জনাযায় দোহাজারী পৌর সভার গুরুত্ব পুর্ন নগর উন্নয়ন অবকাঠামো ২০১৯-২০ অর্থবছরে জামিজুরী সরকরী প্রাথমিক বিদ্যালয় আদর্শ গ্রাম সড়ক আর সি,সি ঢালা কাজর ৯৮,৩৫,৩৭৯ টাকা বরাদ্দ দেয়া কাজের ইজিপির মাধ্যমে দরপত্র আহবান করা হলে কাজটি পায় ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স ইউচুপ এন্ড ব্রাদার্স। চলমান কাজে ঠিকাদার নিন্মমানের নির্মাণ উপকরন ব্যবহার করে কাজটি করেছেন বলে স্থানীয় এলাকাবাসী প্রাথমিক অভিযোগ করেন ।

অভিযোগের ভিত্তিতে দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা প্রকল্পটি পরিদর্শন করেন। এলাকাবাসীর দেয়া অভিযোগের সত্যতা পেয়ে কাজটি বন্ধকরে দিয়ে প্রকল্পে ব্যবহৃত নিন্মমানের নির্মান সামগ্রী সাইট হতে অপসারন করার আদেশ দেন। পরবতর্ীতে তিনি মহামারী নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় এক মাস হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় চলমান প্রকল্পটি তদারকি করেন উপ-সহকারী প্রকৗেশলী এস এম জমির উদ্দিন। স্থানীয় এলাবাসীর অভিযোগ কাজ তদারকী সংশ্লিষ্ট কর্মকর্তাগন ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগসাজসে নিন্মমানের সামগ্রী অপসারন নাকরে উক্ত মালামাল দিয়ে রাতের অন্ধকারে প্রায় ৮০ ভাগ কাজ শেষ করেছেন বলে এলাকা বাসী বিভিন্ন দপ্তওে লিখিত অভিযোগ করেন।

এলাকা বাসীর অভিযোগের ভিত্তিতে এল,জি,ডি ঢাকা সদর দপ্তরের ৩ সদস্য বিশিষ্ট টিম চলমান কাজের তদন্ত করেন ।এসময় উপস্থিত ছিলেন এর জি,ডি সদও দপ্তরের উপ- সহকারী প্রকৌশলী আশরাফুল আলম, হিসাব রক্ষক, এবি এম, তরিকুল ইসলাম ,দোহাজারী পৌর সভার সহকারী প্রকৌশলী শামীম মৃধা,উপ-সহকারী জমির উদ্দিন পরিদর্শন শেষে সদর দপ্তরের প্রতিনিধি দলের সদস্যরা জানান কাজের মান পরিক্ষা নিরক্ষিা শেষে জানানো হবে কাজের মান খারপ হলে সরকারী বিধি অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102