চট্টগ্রামে ডেঙ্গুতে আর একজনের মৃত্যু, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১৩১।
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হলো। পাশাপাশি শনিবার সকাল ৮টা থেকে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ১৩৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গুতে মারা যাওয়া নারীর নাম বিবি আলমাস (৩৩)। গত শনিবার ডেঙ্গু উপসর্গ নিয়ে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।