বগুড়ায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বগুড়ায় দুই মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার জেলারে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই আসামির নাম মোসলেম উদ্দিন (৪৫)।
তিনি আদমদীঘির কড়ই (সাহানাপাড়া) এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার র্যাবের পঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানান আসামির বিরুদ্ধে যৌতুক ও সিআর মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ দুই বছর এভাবেই বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে তিনি পালিয়ে বেড়ান। এরপর র্যাবের একটি চৌকশ টিম গোপনে জানতে পারেন আসামি দুপচাঁচিয়ার তালোড়া এলাকায় অবস্থান করছেন। তখন মঙ্গলবার (২৯ আগস্ট) ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। আদমদীঘি থানার মামলা নং-০৭, তাং-০৮/০৭/২০২৩ খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) সংক্রান্তে জানা যায়, আসামি তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে দুই পা ভেঙ্গে ভেঙে দেয়। বর্তমানে তার স্ত্রী পঙ্গুপ্রায় এবং হাসপাতালে শয্যাশায়ী।
এই ঘটনার পর ভিকটিমের বড় ভাই আব্দুল মতিন আসামি মোসলেম উদ্দিনের নামে আদমদিঘী থানায় মামলা দায়ের করেন। আসামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারে বিজ্ঞ আদালত জিআর মামলাটির ০২ বছর ও সিআর মামলাটির ০৬ মাসের সাজা প্রদান করেন। র্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদমদীঘি থানায় সোপর্দ করা হবে।