সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

১০ সেপ্টেম্বরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আবার ও মাক্স বিতরণ হবে -উদ্যোগ জেলা প্রশাসকের ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

তানজিলা আক্তার রুবি :করোনা পরিস্থিতি আবারও প্রকট ধারণ করছে তাই সারা বাংলাদেশের কোভিড-১৯ সংক্রমণ রোধ, স্বাস্থ্যবিধি অনুসরণ , ও সচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে।

নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলায়
আগামী ১০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোভিড-১৯ সংক্রমণ রোধ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলাপ্রশাসন, নেত্রকোণা’র উদ্যোগে এবং সার্বিক তত্ত্বাবধানে সমগ্র জেলাব্যাপি ১ লক্ষ মাস্ক বিতরণ করা হবে। সে লক্ষ্যে ০৭ সেপ্টেম্বর,২০২০ তারিখে দুপুর ১২.০০ টায় জেলাপ্রশাসকের কার্যালয়ের অফিস কক্ষ থেকে জুম মিটিং অনুষ্ঠিত হয়।

 

এ মিটিংয়ের জেলা প্রশাসক জনাব কাজী মোঃ আবদুর রহমান সহ জেলার সকল উপজেলার ইউএনও, জেলা সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা করোনা কমিটির সদস্যগণসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠন, সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীগণ জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন। সকলকে জনসচেতনতা বৃদ্ধি ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উক্ত আয়োজন সফল করার জন্য সহযোগিতা ও সর্বোচ্চ প্রচার-প্রচারণার আহবান জানান জেলা প্রশাসক ।

এছাড়াও উক্ত জুম মিটিংয়ে এনজিও প্রতিনিধি ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102