চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের পাশের একটি ঝুটের গোডাউনে খবর বিষয়টি প্রথমে ইপিজেড স্টেশনকে জানানো হয়। পরবর্তীতে বন্দর ফায়ার স্টেশন এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার থেকে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।