গত ৪ দিন বন্ধ থাকার পর আবাও পেট্রাপোল-বেনাপোল স্হল বন্দর দিয়ে শুরু।
গত ৪ দিন বন্ধ থাকার পর আবাও পেট্রাপোল-বেনাপোল স্হল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি। শুরু হয়েছে গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ফের চালু হলো এই বেনাপোল স্থল বন্দর।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হয়রানি, কারায় এবং বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে না দেওয়া, ছয় মাস গাড়ির কাগজ বৈধ করা সহ বেশ কিছু দাবিতে আমদানি-রফতানিকারকদের বিভিন্ন সংগঠন আন্দোলনের ডাক দেয়ায় ৩১ জানুয়ারি থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়েছিল ।
পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘গত বুধবার শুল্ক দপ্তরের সঙ্গে কলকাতায় দীর্ঘ সময় ধরে বৈঠক চলে।
বৈঠকে ক্লিয়ারিং এজেন্টরা তাদের সংগঠনের পক্ষ থেকে শুল্ক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের দাবি সম্পর্কে বিস্তারিতভাবে জানান।
পরে বৃহস্পতিবার পরিবহন শ্রমিকসহ আটটি সংগঠনের পক্ষ থেকে বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠকের পর আমদানি-রফতানি চালুর সিদ্ধান্ত হয়।
বৈঠকে ক্লিয়ারিং এজেন্টরা তাদের সংগঠনের পক্ষ থেকে শুল্ক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন সংগঠনের দাবি সম্পর্কে বিস্তারিতভাবে জানান।
এর পর গত বৃহস্পতিবার পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ লিখিতভাবে একটি নোটিশ জারি করেন।