নীলফামারীর ডোমারে মাদকাসক্তের দুই বছর কারাদন্ড।
নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপ্লব চন্দ্র সাহা ওরফে টুনিয়া (৪৮) নামে এক মাদকাসক্তের দুই বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম।
বৃহষ্পতিবার ৩রা ফেব্রুয়ারী দুপুর ২ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ড সাহাপাড়া নিবাসী প্রয়াত নিতাই চন্দ্র সাহার মাদকাসক্ত পুত্র বিল্পব চন্দ্র সাহা(টুনিয়া বিপ্লব) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।