ফকিরহাটে ধর্ষনচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার।
মোঃ তরিকুল ইসলাম বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে পিলজংগ ইউনিয়নে ধর্ষনচেষ্টার অভিযোগে মাহাতাব বেহারার পূত্র মুজিবর বেহারা (৫৫) কে আসামী করে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।
সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টাই গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনামের নির্দেশে ফকিরহাট থানার এসআই মোঃ মাসুম বিল্লাহ সহ স্বগীয় ফোর্স নিয়ে পিলজংগ ইউনিয়নের বসতবাড়ি থেকে এলাকাবাসীর সহযোগীতায় মুজিবর কে আটক করেন।
ঘটনা সূত্রে জানাযায় ১৩ই জানুয়ারী রাত সাড়ে ৯টাই ভুক্তভোগীর বাড়িতেই এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান,১৩ ই জানুয়ারী রাতে আমার স্বামী সাংসারিক কাজে বাহিরে থাকায় আসামী মুজিবর বেহারী হঠাৎ এসে আমার মুখ চেপে ধরে আমাকে ধর্ষনের চেষ্টা করে এবং আমি রাজিনা হলে আমার শিশু সন্তানকে গলা চেপে মেরে ফেলবে বলে হুমকি দিতে থাকে এমতা অবস্থায় আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামী মুজিবর দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।এবং আমরা দ্রূত সময়ে আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি।
মামলা হওয়ার ২৪ ঘন্টার ভেতরে আসামী গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।