বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাত নারীসহ আটক ১৩।
রাজু আহমেদ স্টাফ রিপোর্টোরঃ
বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ৭নারীসহ ১৩জনকে আটক করেছে পুলিশ , সোমবার দুপুর ২ টাই দিকে শহরের গালপাট্টি এলাকার আমির গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়৷
আটকৃতরা হলেন -রবিউল ইসলাম (২২),আপেল(৩০),নৃর আলম(৩৮),রেজাপাইকার(৫০),সুমন বাবু(৩২),রনি(২৪), শিরিন(২০),বর্ষা(২০),লিমা(৩০),বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ৷
ইন্সপেক্টর (তদন্ত)আবুল কালাম আজাদ জানান,৯৯৯ এ কল পাওয়ার পর আমির গেস্ট হাউজ নামে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩জনকে গ্রেফতার করা হয়