রাজাপুর আমু এমপির অক্সিজেন সহায়তা প্রদান।
জাকির সিকদার, রাজাপুরঃ
রাজাপুরে করোনায় আক্রান্ত রোগদের জন্য ঝালকাঠির এমপি আমির হোসেন আমু ৬ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। আজ কভিড – ১৯ এর মহামারীতে শ্বাসকষ্ট জনিত রোগীদের জন্য রাজাপুর উপজেলায় অক্সিজেন সিলিন্ডার উপহার দেয়ার জন্য জনাব আমির হোসেন আমু এমপি মহোদয় কে অভিনন্দন জানান দৈনিক আজকের রাজাপুর কাগজে এর সম্পাদক পরিষদ। কাগজের পরিবারের পক্ষ থেকে আমুর জানি সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন নির্বাহী
সম্পাদক মোঃ কামরুল হাসান রানা, আজকের রাজাপুরের কাগজ। তিনি বলেন,
। আল্লাহ তাহাকে দেশের মাটি ও মানুষের কল্যানের জন্য ভালো রাখুন, ভালো থাকুন, শুভকামনা করেন।