সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

ফায়ার সার্ভিসের তড়িৎ কর্মতৎপরতায় ক্ষয়ক্ষতি কম।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
ফায়ার সার্ভিসের তড়িৎ কর্মতৎপরতায় ক্ষয়ক্ষতি কম।

নারায়ণ সরকার, রূপগঞ্জঃ

রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায় ইউনাইটেড লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সাংবাদিকদের জানিয়েছে , কারখানাটিতে প্লাস্টিক পদার্থের কেমিক্যাল ইউনিটে আগুন লাগে। তদন্ত করে আগুন লাগার কারণ জানা যাবে।
ফায়ার সার্ভিসের তড়িৎ তৎপরতায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করে। বুধবার ( ৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে আগুন লাগে। কারখানাটিতে ১৬০ জন শ্রমিক ছিলো। কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার গোডাউনে এ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসার বিষয় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, ইউনাইডেট লেদার কারখানার ৪ শতাধিক শ্রমিক কাজ করতো। এটি একটি রপ্তানিমূখী কারখানা। বেলা ১২ টার দিকে এম হোসেন কটন এন্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের ক্যামিকেলের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ¦লতে কারখানার অন্য ভবনের শ্রমিকরা ছুটাছটি করতে থাকে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা, ডেমরা, আড়াইহাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, কাঞ্চন ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে।
অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা কারখানা কর্তৃপক্ষের। প্রতিষ্ঠানের এডমিন ম্যানেজার ফজলুর রহমান জানান, দুপুর ১২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দেখতে পান তারা। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসে ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঞ্চন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষণে গোডাউনের সমস্ত কেমিক্যাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারাখানা কর্তৃপক্ষ।
এদিকে একই গ্রুপের কারখানার অপরপ্রান্তে এম হোসেন কটন অ্যান্ড স্পিনিং মিলের রিং সেকশনে কাজ করা প্রত্যক্ষদর্শী শ্রমিক পিয়ারা আক্তার জানান, দুপুর ১২টার দিকে ইউনাইটেড লেদারের কেমিক্যালের গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে পেয়ে আমরা দ্রুত বেরিয়ে যাই। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন।
ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনোমনি শর্মা বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট। আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে। কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102