আগামী কাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিকী।
খোরশেদ আলম, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আগামীকাল ৪ ঠা আগষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী।
উল্লেখ্য তিনি ১৯৪৪- সালে জন্মগ্ৰহন করেন। ২০১২ সালের ৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
আব্দুল মতিন চৌধুরী বাংলাদেশ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে গেছেন ।তার দায়িত্বরত মন্ত্রণালয় গুলো হলো, ডাক,তার, টেলিযোগাযোগ, বস্ত্র ও পাট,এবং সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি ।
সাবেক ক্ষমতাশীন এ মন্ত্রীর পৈত্রিক নিবাস নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া খালপাড়ের বাড়িটি আজ অবহেলা অযত্নে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। বাহির থেকে দেখে বুঝার যেন কোন উপায় নেই এটি একটি মন্ত্রীর বাড়ি ছিলো। বাড়িটি দেখভাল করার মত কেউ যেন নেই।
তবে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তার মৃত্যু বার্ষিকীতে প্রতি বছর তার দলীয় নেতাকর্মীরা এসে কবরে শ্রদ্ধা জানালেও বাড়িটি পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে কোন নজর দারি করেন না। বাড়িটি সারা বছর তালা বদ্ধ অবস্থায় অবহেলা অযত্নে পরে থাকে।তাই এলাকাবাসীর দাবি বাড়িটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর স্মৃতিময় করে রাখতে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হোক।এতে করে ভবিষ্যত প্রজন্ম আব্দুল মতিন চৌধুরীর মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।