রংপুরের পীরগাছায় দেড়শ বছরের পুরনো গাছ পড়ে যান চলাচল বন্ধ।
মোঃ নাজমুল হুদা, রংপুরঃ
রংপুরের পীরগাছায় ব্যস্ততম সড়কে দেড় শ’বছরের পুরনো বিশাল আকৃতির একটি পাইক গাছ আছড়ে পড়েছে । মঙ্গলবার (০৩ আগস্ট) ভোর ৪ টার কিছু পরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের শরীফ সুন্দর এলাকায় ঝড়-বৃষ্টি ছাড়াই পুরনো এই গাছটি সড়কে আছড়ে পড়ে।
এতে বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে গেছে। ফলে আশেপাশে এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সড়কে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন আছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
সরেজমিনে গিয়ে জানা গেছে, রংপুর-পীরগাছা সড়কে উপজেলার ২নং পারুল ইউনিয়নের ভেতর দিয়ে পীরগাছা উপজেলায় যাওয়ার একমাত্র ব্যস্ততম পাকা এ সড়কের ধারে শরীফ সুন্দর এলাকায় শত শত বছরের বট, পাকুড়সহ নানা প্রজাতির গাছ আছে। অনেক গাছ শুকিয়ে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
স্থানীয়রা জানান, কোনো ধরনের ঝড়-বৃষ্টি ছাড়াই একটি বিশাল আকৃতির পাইক গাছ আছড়ে পড়েছে। ভোরে এ ঘটনা ঘটলেও দীর্ঘ সময় ধরে এখনও গাছটি অপসারণ করা হয়নি। এলাকাবাসী অবিলম্বে গাছ অপসারণের দাবি জানিয়েছে।
৮৩ বছর বয়সী বজলার রহমান বলেন, এই পাকুড় গাছটির বয়স দেড় শ’ বছর হবে। ইতোপূর্বে ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে।
২নং পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ঝুঁকিপূর্ণ গাছগুলো টেন্ডারের মাধ্যমে অপসারণ করা খুবই জরুরি।