সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

নোয়াখালীতে করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

নোয়াখালীতে করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ।

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বেড়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫৬শতাংশ। এদিন ৮৭৩জনের নমুনা পরীক্ষা করে ২৯৩জনের শরীরে করোনা শনাক্ত হয়। ।

মঙ্গলবার ( ৩ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে  সোমবার রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ষোল হাজার ৩৩৯ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪জন, সুবর্ণচরে ৫জন, হাতিয়া ২জন, বেগমগঞ্জ ৬০জন, সোনাইমুড়ীতে ১৫জন, চাটখিল ২২জন, সেনবাগে ২৩জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১দশমিক ১৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৯জন, সুবর্ণচরে ৪জন, হাতিয়া ৪জন, বেগমগঞ্জ ৪৩জন,সোনাইমুড়ীতে ২৭জন,চাটখিল ২০জন, সেনবাগ ৪০জন, কোম্পানীগঞ্জ ৩৫জন, কবিরহাটে ১১জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন দশ হাজার ১০০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৮২শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ৫১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯২ জন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102