যাত্রাপুর ইউনিয়ন পরিষদে করোনা ভ্যাক্সিনের ফ্রি রেজিস্ট্রেশন শুরু।
সোহেল খান,যাত্রাপুর বাগেরহাটঃ
তারুণ্যের অহংকার জননেতা জনাব শেখ সারহান নাসের তন্ময় এমপি মহোদয়ের নির্দেশনায় বাগেরহাট জেলা ব্যাপী Covid-19 মোকাবিলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় Covid-19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু হলে, বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম. এ মতিন এর তত্ত্বাবধানে যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ফ্রি রেজিস্ট্রেশন করে আসছে।
বর্তমানে মহামারীর ব্যাপকতা ও দেশব্যাপী ভ্যাক্সিনেশন কার্যক্রম আবারো জোরদার ভাবে শুরু হওয়ায় যাত্রাপুর ইউপি চেয়ারম্যান জনাব এম. এ. মতিন ফ্রী Covid -19 এর ভ্যাক্সিন রেজিস্ট্রেশনের জন্য যাত্রাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে ফ্রী রেজিস্ট্রেশন করার জন্য ইউনিয়নের সকল নাগরিকদের অনুরোধ জানিয়েছেন। সেইসাথে বর্তমান পরিস্থিতিতে সবাইকে লকডাউন মেনে চলার নির্দেশ দিয়েছেন। অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।,,,,,,,,