অপরদিকে,
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে সাবেক ছাত্রী আন্তঃসত্বা মর্জিনা করোনায় মৃত এবং রাজাপুরের আশীষ মন্ডল সিঙ্গাপুরের গলায় ফাঁসি দিয়ে ২ আগস্ট মৃত্যু হয়েছে। আশীষের এক সন্তান রয়েছে। মর্জিনার গর্ভে সন্তান রয়েছে, সে করোনায় আক্রান্ত হওয়ার পরে মারা গেছে।
জানা গেছে এ দু’জনেই অকালে মারা সন্তান রেখে মরে যাওয়াতে শোকের ছায়া নেমে এসেছে তাহাদের পরিবারের।
উল্লেখ্য,বড়ইয়া ডিগ্রি কলেজের প্রাক্তন মেধাবী ছাত্রী সকলের অতি প্রিয় চেনামুখ তথা কাঠালিয়া উপজেলার পশ্চিম সিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা আক্তার(অন্তঃসত্ত্বা) ১ আগষ্ট ‘২১ সোমবার রাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আমরা বড়ইয়া ডিগ্রি কলেজ পরিবার মর্জিনার মৃত্যুতে গভীরভাবে ব্যথীত, শোকাহত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তার শোকাহত মা-বাবা, স্বামী, ভাই-বোনসহ অসংখ্য শুভাকাঙ্খীকে শোক শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন এবং ধৈর্য ধারন করার তৌফিক দান করুন।
মর্জিনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন, আমিন।
নিচে( অসুস্থ অবস্থায়
তার সহকর্মীদের কাছে লেখা শেষ দোয়ার দরখাস্ত।
এছাড়া রাজাপুরের আলগী সিকদার বাড়ির গফুর সিকদার মারা গেছে। সে ৯০ বছরের বৃদ্ধ। তার বড় ছেলে ডাঃ গোলাম সরোয়ার সিকদার বরিশালের সাবেক শেবাচিম মেডিকেলের ডাক্তার বাট শোকাবহ পরিবার। মরহুমের ছোট ছেলে মহাসিন সিকদার বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিঃস্টার।শোকাহত পরিবার তথা আলগীবাসী।