সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

বানারীপাড়ায় লকডাউনের বিধি-নিষেধ   অমান্য করায় মোবাইল কোর্টে ১১ জনকে অর্থদণ্ড।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

বানারীপাড়ায় লকডাউনের বিধি-নিষেধ
  অমান্য করায় মোবাইল কোর্টে ১১ জনকে অর্থদণ্ড।

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় কোভিড-১৯ প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে দুই সপ্তাহের কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ১১ জনকে অর্থদণ্ড  করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করেন বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদের  নেতৃত্বে পুলিশের একটি  টিম। এ অভিযানে পৌর শহরের বন্দরবাজারে সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৩টার পরে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা ও যন্ত্রচালিত যানবাহন চালানোর অপরাধে মোবাইল কোর্টে ১১টি মামলায় মোট ৬ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে নিয়মিত  মোবাইল কোর্টের এ অভিযান চলবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102