ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতটিকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে একাধিক সূত্র জানিয়েছে, হাদিকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুইজন সন্দেহভাজন। ঘটনার পরপরই তারা এলাকা ত্যাগ করে। বর্তমানে গুলিবিদ্ধ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।
তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
হামলার ঘটনায় দুই আততায়ীর একজন হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিমকে চিহ্নিত করেছে পুলিশ। বিভিন্ন সূত্রে জানা গেছে, ফয়সাল করিম কিছুদিন ধরে হাদির নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ তাকে ধরতে নাগরিকদের কাছে তথ্য চেয়েছে। ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকার মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন বলে জানা গেছে।এ ঘটনায় এখনো মূল সন্দেহভাজন ফয়সাল করিমকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ গ্রেপ্তার তালিকায় কবির নামে আরও একজন যুক্ত হয়েছেন।