শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

নির্বাচনের আগেই গণভোটসহ তিন দাবি জানিয়েছে ইসলামি আট দল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণভোট, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ এবং প্রশাসনের রদবদলে নিরপেক্ষ ও জবাবদিহি নিশ্চিত করার দাবিসহ তিন দাবি জানিয়েছে ইসলামি আট দল। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে আট দলের সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

দাবিগুলো হলো: ভিন্ন ভিন্ন দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে৷ প্রশাসনের রদবদলে নিরপেক্ষ ও জবাবদিহি আওয়াতাায় থাকতে পারে-এমন মনোভাবের লোকদের নিয়োগ করতে হবে।

 

তাহের বলেন, ‘একটি দল শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করেছে। প্রধান উপদেষ্টার ভাষণে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি বিশেষ দলের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে গণভোটে জনগণকে সিদ্ধান্ত নিতে জটিলতায় ফেলা হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা কমিশনের সুপারিশকে পাশ দিয়ে একটি দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে।তিনি বলেন, ‘নির্বাচনের আগে গণভোট হলে ওই দলের স্বার্থ বিপরীত হবে, তাই তারা গণভোটকে মানতে চাচ্ছে না। সরকারের একই দিনে গণভোটের ঘোষণা দেওয়া সংস্কারের বিষয়টিকে গুরুত্বহীন করে তুলেছে। নির্বাচনের দিন ভোট প্রক্রিয়ায় মনোযোগ থাকলেও গণভোটে ভোট কম পড়লে যারা সংস্কার চাচ্ছে না, তারা সুবিধা পাবে। এটি একটি ফাঁদ, যার মধ্যে সরকার নিজেকে ফেলেছে।’তাহের তিনজন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগও করেন। তিনি বলেন, ‘জনগণ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। বর্তমানে প্রশাসনে যে রদবদল হচ্ছে, তাতেও একটি দলের প্রাধান্য দেখা যাচ্ছে। এই ধারাবাহিকতা চললে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।’

তিনি আরও জানান, ‘আমরা আট দলসহ আরও কিছু দল চাই, ফেব্রুয়ারির আগে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হোক। কিন্তু জনগণ যেভাবে ১৫ বছর ভোট থেকে বঞ্চিত হয়েছে, সেই পরিস্থিতি আবার সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।’

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102