শোভাযাত্রাটি গোপালপুর বাজার থেকে শুরু হয়ে তারাকান্দা টু ফুলপুর, বালিয়া, বওলা, আশো-পাশের সড়কগুলি প্রদক্ষিণ করে।
হাজারও প্রবীণ-নবীন, তরুণ-যুবকের অংশগ্রহণে পুরো এলাকায় মুখরিত হয়ে ওঠে ধানের শীষের মুখরিত স্লোগানে স্লোগানে উচ্চ আওয়াজে।
শোভাযাত্রায় মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা সবাই মাঠে আছি, থাকব। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।”
ঐক্য, বিশ্বাস আর পরিবর্তনের শপথ নিয়ে
ফুলপুর–তারাকান্দায় ধানের শীষের জোয়ারে কাজ করছেন সকল পর্যায়ের নেতৃবৃন্দ। তবে ধারনা করা হয়
এই আসনে বিএনপির পক্ষে নমিনেশন নিয়ে যেই আসবেন তিনিই জয়ে হবেন কারণ এই আসনটিতে বর্তমানে ধানের শীষের গণজোয়ারের হাওয়া বইছে। নে বিএনপির পক্ষে নমিনেশন নিয়ে যেই আসবেন তিনিই জয়ে হবেন কারণ এই আসনটিতে বর্তমানে ধানের শীষের গণজোয়ারের হাওয়া বইছে।