শাহানাজ পারভীনঃ-বন্দরনগরী চট্টগ্রামের ১১নং দক্ষিণ কট্রলী এলাকায় ছধু চৌধুরী রোডে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরহী চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম আহত হয়েছেন।
রবিবার ২২ নভেম্বর ২০২০ খ্রিঃ তারিখ বিকাল ৫ টায় একটা প্রোগ্রামে যাওয়ার সময় বসির শাহ মাজার গেইট প্রাঙ্গনে এই দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি।
এসময় সাথে আরো ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক জাগ্রত পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস, ডি, সুমন, সিটিজি ক্রাইম টিভি চট্টগ্রাম বিভাগীয় প্রধান আনিসুর রহমান হিরু।
তাঁরা অন্য মোটরবাইকে ছিলেন এবং ওরা ভালো আছেন।
সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম বলেন। মোটরসাইকেল চালিয়ে তাঁরা উত্তর কাট্টলী একটা প্রোগ্রামে যাওয়ার সময় ছধু চৌধুরী রোড বসির মাজার গইট বরাবর আসলেই হঠাৎ একটা সি এন জির সাথে ধাক্কা লেগে তিনি পড়ে যান,
পড়ে গিয়ে হাতে আঘাত পেলে সহকর্মীরা তাকে উদ্ধার করে পাশের একটা ফার্মেসিতে নিয়ে চিকিৎসা করা হয়।
তিনি জাগ্রত প্রতিদিন ও সিটিজি ক্রাইম টিভিকে ধন্যবাদ জানানিয়ে সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী সকলের প্রতি দোয়া কামনা করেন।