মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

রংপুর নগরীর ৩২নং ওয়ার্ড লক্ষণ পাড়ায় ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে ৩টি গ্রামের পথচারীরা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

সাকিব উদ্দিন
রংপুর সদর প্রতিনিধি,

রংপুর সিটি কর্পোরেশন আওতাভুক্ত ৩২নং ওয়ার্ডের লক্ষণ পাড়া এলাকার সড়কে একটি ব্রিজ না থাকায় এবং প্রায় দুই কিলোমিটার রাস্তায় খাল খন্দের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হওয়ার ফলে তিনটি গ্রামের হাজারো পথচারীর দুর্ভোগ দেখা দিয়েছে।শিক্ষার্থী,চাকুরীজীবী,চিকিৎসক কিংবা শিক্ষক সহ সকল স্তরের পথচারীদেরকে এই পথ দিয়েই শহরমুখী কিংবা গন্তব্যস্থলে পৌঁছাতে হয়।

বর্তমানে এলাকাগুলোতে আধুনিকায়নের ছোঁয়ায় বেশকিছু পাকা বাড়ি-ঘর নির্মাণ হলেও,যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি।সরেজমিন ওই লক্ষণপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে,ওই গ্রামের পরে যে ২টি গ্রাম অবস্থিত দোলাপাড়া এবং শেখপাড়া,সে গ্রাম দুটির পথচারীদের দমদমা বাজার কিংবা শহরমূখী হতে গেলে প্রায় দুই কিলোমিটারের এই কাঁচা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়,বর্ষাকাল এলেই গোটা রাস্তা জুড়ে কাদা আর খাল খন্দে ভরে যায়।

আর প্রতিবারের মতো এবারও সম্প্রতি বন্যার কবলে রাস্তাটির একাংশ পানির স্রোতে ভেঙে রাস্তার মধ্যস্থল নালায় পরিণত হয়ে যায়,পরবর্তীতে সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে উঠলে,তিনটি গ্রামের পথচারীদের কে অতিরিক্ত আরো৩/৪ কিলোমিটার রাস্তা ঘুরে শহরমুখী হতে হয়। পথচারীদের এমন দুরবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ৩২নং ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় সাময়িক সময়ের জন্য চলাচলের উপযোগী করে একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।যদিওবা সেটা দিয়ে কিছুদিন কোনরকম চলাচল করা গেছে,কিন্তু বর্তমানে সেটাও ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে,বাঁশের তৈরি সাঁকোটি থেকে পড়ে গিয়ে প্রতিনিয়তই নানা ধরনের দুর্ঘটনায় ইতিমধ্যে কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী শাহ-আলম মিয়া জানায়, দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি দুরবস্থায় রয়েছে, আমরা সিটির নাগরিক হলেও শহর থেকে আমরা অনেক দূরে অবস্থান করি।তাই সব সময় শহরের সঙ্গে যোগাযোগ রাখতে হয়,আমাদের এই রাস্তাটির এমন দুরবস্থা জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি তো দূরে থাক, একটি মালবাহী রিকশা কিংবা চার্জার অটো যাতায়াতের মতো কোন পরিস্থিতি নাই।তাই আমরা মেয়র এবং কাউন্সিলর এর কাছে দাবি জানাচ্ছি খুব দ্রুত যেন রাস্তাটি সংস্কার করে এবং পাকা ব্রিজ নির্মাণের মাধ্যমে আমাদের এই দুর্ভোগ গুলো দূর করে দেয়।

এ বিষয়ে ৩২নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব মোর্শেদ শামীম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি পথচারীদের এই দীর্ঘদিনের দুর্ভোগ দেখে রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বরাবর আমার ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নের জন্য আবেদন করেছি,আর এই বিষয়ে মাননীয় মেয়র মহোদয় ভালো আন্তরিকতা প্রকাশ করেছেন,তার অধীনে যেমন নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার লক্ষ্যে যে নিরলস প্রচেষ্টা করা হচ্ছে,তারই ধারাবাহিকতায় আমাদের ৩২নং ওয়ার্ডের লক্ষণপাড়ার প্রায় দুই কিলোমিটার রাস্তা এবং পাকা ব্রিজ নির্মাণের কাজ বরাদ্দ হয়েছে,আশাকরি খুব দ্রুতই কাজগুলো শুরু হলে পথচারীদের দুর্ভোগ দূর করা সম্ভব হবে।

এএসবিডি/এমএমএ

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102