আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার আতঙ্কে ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশ-এর অভিষেক অনুষ্ঠানে যোগ দেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ মে) অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও সফর বাতিল করেন তিনি।
তাসনিম নিউজ জানায়, নেতানিয়াহুর দপ্তর ভ্যাটিকান ও ইতালির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও নিশ্চিত হতে পারেনি যে পরোয়ানাটি কার্যকর হবে না।
২০২৪ সালের ২১ নভেম্বর গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। আদালত বলেছে, যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধা ব্যবহার, হত্যা, নিপীড়নসহ বিভিন্ন অমানবিক অপরাধে তারা সহ-অপরাধী হিসেবে দায়ী।
আইসিসির আদেশে স্পষ্ট করা হয়, এদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে।