জুলাই বিপ্লবের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম বলেছেন, ২০২৪ সালের ১৮ জুলাই আমাদের প্রধান সমন্বয়কদের আটক ও গুম করার পর আমরা কঠিন দিন পার করেছিলাম। এরপরও আমরা হাল ছাড়েনি। নেতা ছাড়াই আমরা ৯ দফা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যেতে থাকি। সেদিন একমাত্র মহান আল্লাহর সাহায্যেই আমরা বিজয় লাভ করেছিলাম।
শনিবার আমার দেশ কনফারেন্স রুমে ‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ৯ মাসের মাথায় যখন জুলাই বিপ্লবকে নিয়ে ভিন্ন বয়ান তৈরির চেষ্টা চলছে সেই মুহূর্তে এ ধরনের গ্রন্থ জুলাই বিপ্লবের জন্য এক অনন্য দলিল হিসেবে কাজ করবে। ভিন্ন সাংস্কৃতিক বয়ানের বিরুদ্ধে এই গ্রন্থটি এক ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবেও ভূমিকা রাখবে।
সাদিক কাইয়ুম বলেন, তুরস্কে রাজেনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও তারা স্টেট ও ন্যাশন বিল্ডিংয়ের বিষয়ে ঐক্যমত থেকে জাতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। জুলাই বিপ্লবের পর জাতির সামনে যে ধরনের সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানো উচিত। অন্যথা এ ব্যর্থতার জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দায়ী করবে।
‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থটি মুরশিদুল আলম চৌধুরী, আমার দেশ এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম ও বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন সম্পাদনা করেন।
ঋদ্ধ প্রকাশনের চেয়ারম্যান ও সাবেক সচিব নূরুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি, আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ, আমার দেশ এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।