শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেটকারে ফেনসিডিল চোরাচালান,মজিদ ও রহমান গ্রেফতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের সমর্থিত পাঁচজন নির্বাচিত সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের যেতে নিরুৎসাহিত করছে ঢাবি প্রশাসন বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষাঙ্গনে শিক্ষকরা থাকে ভাঙ্গা ঘরে সরকার নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে : দুদু রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেফতার

বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় ৪০ আসামির জামিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

২০০৯ সালে পিলখানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক থাকা ৪০ জন বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ মে) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ইব্রাহিম মিয়া গত ৮ মে এ জামিনাদেশ দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাৎ হোসেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন বলেন, জামিন পাওয়া আসামিদের মধ্যে কিছু সাজাপ্রাপ্ত ও কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্তও রয়েছেন। আদালত জামিন আবেদনকারী আসামিদের নথিপত্র পর্যালোচনা করে ৪০ জনের জামিন মঞ্জুর করেন, বাকি আবেদনকারীদের জামিন নামঞ্জুর করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় দুটি মামলা হয়—একটি হত্যা এবং অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে।

হত্যা মামলার রায় ২০১৩ সালের ৫ নভেম্বর ঘোষণা করে আদালত। এতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন এবং ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। খালাস পান ২৭৮ জন। হাইকোর্টে আপিলে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল এবং ১৮৫ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বহু আপিল ও লিভ টু আপিল এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।

এদিকে, বিদ্রোহের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে শহীদ পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যার কাজের মেয়াদ ৯০ দিন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102