বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

আল-আকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার, আরব বিশ্বের ক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয় অধিকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভিডিও, যা নিয়ে ওঠে সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ।

সংবাদমাধ্যম দ্য নিউ আরব ও টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের কট্টরপন্থি গোষ্ঠীর সমর্থক কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে “Next Year in Jerusalem, Messiah Now” শ্লোগান ব্যবহার করে আল-আকসা মসজিদ ধ্বংসের কল্পিত চিত্র দেখানো হয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওকে ‘অধিকৃত জেরুজালেমে ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে টার্গেট করার পদ্ধতিগত উসকানি’ বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় বলেছে, গাজায় গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা ইসরায়েলকে তার বর্ণবাদী ও সম্প্রসারণবাদী পরিকল্পনায় উৎসাহিত করছে।

জর্ডান এ ঘটনাকে বর্ণনা করেছে “চরমপন্থি ও বর্ণবাদী উসকানি” হিসেবে। দেশটির সরকার জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি দখলদারদের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করে মন্দির নির্মাণের পরিকল্পনা অতীব উদ্বেগজনক এবং সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে।”

আরব দেশগুলো একযোগে এই প্রচারণার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর প্রতিক্রিয়া দাবি করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102