ভুল উত্তর এড়িয়ে চলুন
অহেতুক আন্দাজে উত্তর দেওয়া আত্মঘাতী হতে পারে। ভুল উত্তর কম রাখাই উত্তীর্ণ হওয়ার চাবিকাঠি।
এই শেষ সময়টুকু যথাযথভাবে কাজে লাগান।
বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হতে হলে এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। আগামী ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, দুপুর ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষার এমসিকিউ ধাপ। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে খুলনা জজ কোর্টের অভিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইউসুপ আলী দিয়েছেন কিছু কার্যকর পরামর্শ, যা পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।
কী করবেন এই শেষ সময়ে?
নিয়মিত মডেল টেস্ট দিন
এখন আপনার মূল ফোকাস হওয়া উচিত নিয়মিত মডেল টেস্ট প্র্যাকটিস করা।
পরীক্ষার সময় বাঁচাতে ও চাপ সামলাতে এটা খুব জরুরি।
সময় ব্যবস্থাপনা শিখুন
১ ঘণ্টার মধ্যে আপনাকে, রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। ১০০টি প্রশ্ন পড়ে বুঝতে হবে। ৪০০টি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করতে হবে।
তাই সময় ধরে মডেল টেস্ট দেওয়ার অভ্যাস গড়ে তুলুন, ৪০ মিনিটে সম্পূর্ণ করার চেষ্টা করুন।
দুশ্চিন্তা নয়, মনোযোগ দিন প্রস্তুতিতে
ফল নিয়ে দুশ্চিন্তা করলে সময় নষ্ট হবে। বরং বারবার রিভিশন নিন ও গুরুত্বপূর্ণ টপিকগুলো ঝালিয়ে নিন।
পরীক্ষার হলে মন শান্ত রাখুন
ভুল উত্তর দিয়ে এক প্রশ্ন নিয়ে বারবার ভাববেন না।
ভুল উত্তর এড়িয়ে চলুন
অহেতুক আন্দাজে উত্তর দেওয়া আত্মঘাতী হতে পারে। ভুল উত্তর কম রাখাই উত্তীর্ণ হওয়ার চাবিকাঠি।
এই শেষ সময়টুকু যথাযথভাবে কাজে লাগান।