মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বাউফল উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেয়। ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আবু তালেব পঞ্চায়েত সাধারণ সম্পাদক করে ও সাংগঠনিক সম্পাদক মনজু খান, নাজমুল ওঝা কে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস, বাউফল উপজেল আওয়ামী লীগের অন্যতম এ্যাডঃ আবুল কাসেম মিয়া , পৌর যুবলীগের সভাপতি মামুন খান, রফিকুল ইসলাম মল্লিক কোষাধক্ষ্য বাউফল উপজেলা আওয়ামী লীগ, সিনিয়র আইনজীবী আব্দুস সালাম,নাসির উদ্দিন মৃধা সহ-সভাপতি নাওমালা ইউনিয়ন আওয়ামী লীগ,কে এম নাসির উদ্দিন সবুজ খান সিনিয়র সহ-সভাপতি নওমালা ইউনিয়ন, আব্দুল কাদের উকিল সভাপতি নওমালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ প্রমুখ।
সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কালাম খান।