বাগেরহাটের রামপালে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মর্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার ) সকাল ১০টায় রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এ মেলার উদ্বোধন করেন। রামপাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ মেলার আয়োজন করা হয়।
রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , বাগেরহাট’র উপপরিচালক কৃষিবিদ শঙ্কর কুমার মজুমদার। মেলায় প্রকল্প উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামপাল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম।
এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবিৃন্দ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভন্ন এন.জি.ও’র প্রতিনিধিবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।