শ্রী মিহির কুমার রায় চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে উপজেলায় দেবীগঞ্জ বাজার এলাকার ফেবুসাডাঙ্গা গ্রামে এক কৃষকের বাড়ি থেকে পুলিশ সদস্যের পরিচয়ে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় আকাসাদ দৌলা (৪৫) ও বাশার বিপুল (৪২) নামক দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছেন এলাকাবাসী।
ঘটনাটি রবিবার (১১ অক্টোবর) রাত ৯ ঘটিকায় ঘটে। আটক আকাসাদ দৌলা সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়ার মৃত মজিবরের ছেলে ও বাশার বিপুল একই উপজেলার মৃত আব্দুল বাকেরের ছেলে।
তথ্যসুত্রে জানাযায়, দেবীগঞ্জ বাজার এলাকার কৃষক আবুল হোসেনের বাড়িতে পুলিশ পরিচয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় হাতেনাতে আটক করেন এলাকাবাসী। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে চিরিরবন্দর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। সোমবার সকালে আসামীদের দিনাজপুর জেলা জজ আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি অত্র চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার নিশ্চিত করেন। এব্যাপারে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।