বুধবার, ২১ মে ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের পূজা পরিষদের সভাপতি ও সম্পাদকের নামে ‘ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে স্মারকলিপি প্রদান আজকের নামাজের সময়সূচি বুধবার (২১ মে ২০২৫) জলাবদ্ধতায় নাকাল ঢাকা : বৃষ্টির ছোঁয়াতেই নেমে আসে দুর্ভোগ রামপালে ভুমিদস্যু লালুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের দক্ষতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক, যা আলোচনা হলো ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার ভারতের সঙ্গে যুদ্ধে ইতিহাসে সর্বোচ্চ সামরিক পদোন্নতি পাকিস্তান সেনাপ্রধানের রাত ১টার মধ্যে ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিলো যুক্তরাজ্য।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিলো যুক্তরাজ্য।

মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এই আদালতের মোট সদস্য রাষ্ট্র হলো ১২৪টি দেশ। যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। ব্রিটিশ সরকার ইঙ্গিত দিয়েছে ‘ওয়ান্টেড ম্যান’ নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টেরমারের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, “অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলে চলার যুক্তরাজ্যের যে বাধ্যবাধকতা রয়েছে এটি সবসময় তা মেনে চলবে।”

নেতানিয়াহুকে কী গ্রেপ্তার করা হবে? সরাসরি এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলব না।

এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোরভাবে এ প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি। যেটি পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তদন্ত ও বিচার করার প্রাথমিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।”

এরআগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিসও জানান, নেতানিয়াহু যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দিয়ে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন করি এবং তাদের পরোয়ানা প্রয়োগ করি।”

তবে পৃথিবীর আরেক শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা পরোয়ানার নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করেন।

তবে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিখায়েল মার্টিন আজ শুক্রবার বলেছেন তিনি প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যের বিরোধীতা করেন। কারণ ‘গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। এটি গাজাবাসীর ওপর সমষ্টিগত শাস্তি… এটি গণহত্যা।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102