পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:
ঢাকা-টাঙ্গাইল মহসড়কের দারিয়াপুর ভুমি সিএনজি ফিলিং ষ্টেশন এলাকা থেকে শনিবার রাতে পুলিশ আন্তঃসড়ক ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো,কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হাসানপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে হাবিব ওরফে রিপন (২৮), একই জেলারদাউদকান্দি থানার বেলানগর গ্রামের ওয়ালি উল্লাহর ছেলে রুবেল (২৮),একই গ্রামের মৃত ঝড়– মিয়ার ছেলে
রাসেল, ও শাহাজ উদ্দিনের ছেলে আলা উদ্দিন (৩৩), কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৩), বি-বাড়িয়া জেলার আখাউড়া থানার আখাউরা গ্রামের রেজাউল ইসলামের ছেলে সোহাগ মিয়া (২৭)।
পুলিশ এদের কাছ থেকে ঢাকা মেট্রো ন-২১-১৪৭১ নম্বরের একটি পিকআপ ভ্যান, একটি প্লাস, একটি সুইচরেঞ্জ, দুইটি স্ক্রু ডাইভার, একটি কেচি, দুইটি
লোহার রড,তিনটি গামছা। এঘটনায় পুলিশের এসআই মোরশেদ আলী মোল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দারিয়াপুর নামক এলাকার ভুমি সিএনজি ফিলিং ষ্টেশন এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে ছয় ডাকাতকে
গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ডাকাতদের রোববার সকালে জেলহাজতে প্রেরন করেছেন।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃসড়ক ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদের সাথে থাকা অন্যদের গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।
ঋতু, আএসবিডি