লেখক : শাহাদাত ভূইয়া
নরসিংদী কে চিনিয়ে তুলা
বিশ্বাসের সাথে পরিচয় করিয়ে দেওয়া
নতুন কিছু মোদের দেওয়া
আপনার কাছে ঋণী
মোরা কারাতে প্লেয়ার রা।
অজানা একটি নাম
দিলেন পরিচয় করিয়ে
বিশ বছর ধরে শিখাচ্ছেন
মোদের সন্তানের মতো করে।
আপনাকে মোদের দেওয়ার বাকী
আছে অনেক কিছু
চেষ্টা আমরা করে চলেছি
আপনার মান রাখতে উচু।
আপনার হাত মাথায় রেখে
যাবো বিশ্ব জয়ে
দেশের সাথে আপনার নাম
উজ্জল করে তুলিব সবে।
মোদের সেনসি র হাত ধরে
NDKA এর পথ চলা
নানান খেলার মাঝে
নতুন খেলা নিয়ে আসা