আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান লক্ষ্মীপূজা ।অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমাও একই দিনে পালন করা হচ্ছে। শারদীয় দুর্গোৎসব-পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা লক্ষ্মীদেবীর পূজা করে থাকেন।
সরজমিনে রাউজানের কয়েকটি হিন্দু বাড়িতে গিয়ে দেখা যায়, মঙ্গলঘট, ধানের ছড়ার সাথে ঘরে ঘরে শোভা পাচ্ছে বাহারী আল্পনা আর লক্ষ্মীর পায়ের ছাপ। চিড়া, মুড়ি, মুড়কি, নাড়ু, ফুল, ফল, মিষ্টি নৈবেদ্য দিয়ে সাজানো হয়েছে পূজার থালা। পুরোহিত আসলেই হবে পুজা, দেবেন পুষ্পাঞ্জলি। প্রায় প্রতিটা হিন্দু বাড়িতে চলছে পূজার আয়োজন। ধন-সম্পদের আশায় সনাতন ধর্মাবলম্বীরা উপবাস থেকে লক্ষ্মীর পূজা করছেন । অন্য দিকে, আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা । ধর্মীয় এই উৎসবকে ঘিরে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে রাউজানে। প্রবারণা পুর্ণিমা পালন উপলক্ষে সকাল থেকে রাউজানে বিভিন্ন বিহারে বিহারে চলছে ধর্মীয় প্রার্থনা। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। আষাঢ়ী পূর্ণিমায় বৌদ্ধভিক্ষুরা তিন মাসের জন্য বর্ষাবাস শুরু করেন, যা আশ্বিনী পূর্ণিমায় অর্থাৎ আজ শেষ হচ্ছে।সন্ধ্যায় উড়ানো হবে বিভিন্ন রকমের নকশা করা ফানুস ।