রাউজান নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে গৌরাঙ্গ বাড়ি প্রাঙ্গনে চলছে দূর্গা পূজার উৎসব। চন্ডী পাঠ,পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান,আরতি, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এক উৎসব মূখর পরিবেশে উদযাপিত হচ্ছে এই পূজা। পূজা মন্ডপে সরজমিনে গিয়ে দেখা যায়, মন্ডপে নারী, শিশু সহ প্রচুর ভক্তদের উপচে পড়া ভিড়। উৎসব মূখর পরিবেশে ভক্তরা উদযাপিত করছেন এই পূজা। পরিবার নিয়ে পূজা দেখতে আসা এক বয়স্ক ভক্তের সাথে কথা হলে তিনি প্রতিনিধি রয়েল দত্তকে জনান, প্রতি বছর আমি এই পল্লী মঙ্গল সমিতির পূজাটি দেখতে আসি,এই পূজাটি না দেখলে মনে শান্তি আসেনা, কারণ এই পূজাটির সাথে অনেক স্মৃতি জড়িত। পূজা কমিটির সভাপতি রাজীব কান্তি দে, সাধারণ সম্পাদক সুমন কান্তি দে, অর্থ সম্পাদক বাবলু দাশ গুপ্ত সহ কার্যকরী কমিটি এবার পূজার দায়িত্বে আছেন।পুজা কমিটির সভাপতি রাজীব কান্তি দে বলেন, দূরদূরান্ত থেকে ভক্তরা আমাদের এই পূজা দেখতে আসছেন, খুব উৎসব মূখর ও শান্তি পূর্ণভাবে আমরা দূর্গা পূজা উদযাপন করছি। প্রশাসন ও অনেক সতর্ক অবস্থানে আছেন।