রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান বাদল মাস্টার বাড়ীতে নতুন একটি শারদীয় দুর্গাপূজার আত্ম প্রকাশ ঘটেছে। ২০ অক্টোবর মহা ষষ্ঠিপূজার দিন সন্ধ্যায় নতুন এ পূজার উদ্বোধন করেন আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) পুন্ডিরধামের অধ্যক্ষ শ্রীমৎ চিৎম্ময় কৃষ্ণ দাশ ব্রম্মাচারী। দূর্গাপূজা ও মগন্দ্বেশরী মায়ের মন্দির আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজেষ দেব মুন্না। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাজু পালিত, সহ সভাপতি জিকু দত্ত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশ, পূজা পরিষদ নেতা অপূর্ব দেব, ডা. চন্দন মুহুরী, বাসু দাশ গুপ্ত, তাপস মল্লিক, সনজিদ দে, শিমুল চৌধুরী সহ পূজা কমিটির নেতৃবৃন্দ।