হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ১২০ টি পূজা মন্ডপে ঢাক-ঢোল, কাশর আর নৃত্যের তালে তালে শারদীয়া দুর্গা পূজা শুরু হয়েছে।
সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব। ধর্মীয় রীতি অনুযায়ী শরতকালে জগত জননী দূর্গা দেবীর পূজা হয় বলেই শারদীয়া দুর্গা পূজা নামে পরিচিত। কিন্তু তিথি অনুসারে এবারের পূজা হেমন্তের সৌন্দর্য আর বৈশিষ্ট্য নিলিমায় ভোরের আকাশে ঘন কুয়াশার দিনক্ষণে দেবীর অকাল বোধন ও মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপি সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বী দেবী দুর্গার আরাধনা করবেন।
গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, ছাতিম ফুলের গন্ধ বিলাসে সনাতন ধর্মের ঘরে ঘরে আজ আনন্দ উৎসব। মহা ষষ্ঠী, মহা সপ্তমী, মহা অষ্টমী, মহা নবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা ।