শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ রংপুর সিটি কর্পোরেশনের ২০২০- ২০২১ অর্থবছরের বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।
(১৩ সেপ্টেম্বর,২০২০) রোববার দুপুর ১২ টার দিকে রংপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষনা করেছে। চলতি বছরের বাজেটর জন্য ৮৮৯ কোটি ৫৫ লক্ষ ৩ হাজার ৫৫৮ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৩৩ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৭০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৩৩ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৭০ টাকা। রসিকের এই বাজেট আলোচনায় প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়াসহ কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
বাজেট আলোচনায় সিটি মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটে সিটি করপোরেশনের রাস্তা উন্নয়ন, আবাসিক ময়লা বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, শিক্ষার মান উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, নাগরিক সুবিধা বৃদ্ধিকরণ, যানজট নিরসনকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে।