মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

বাগেরহাটে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ তরিকুল মোল্লা, উপজেলা প্রতিনিধি, বাগেরহাট।
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাটে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত।

বাগেরহাটে স্থানীয় বিপদাপন্নতা ও যুব ভাবনা শীর্ষক “জলবায়ু সম্মেলন” সোমবার (২৫শে সেপ্টেম্বর) সকালে রামপাল উপজেলা অডিটরিয়ামে
এ্যাক্টিভিস্টা রামপাল, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় জলবায়ু
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বিপদাপন্নতা ও যুব ভাবনা শীর্ষক জলবায়ু সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের
উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এম.পি।

রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন নেভিগেটর এর দায়িত্ব পালন করেন।

এ সময় অন্যন্যদের মধ্যে
রামপাল থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা নাসির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী
মোঃ ইমরান হোসেন, রামপাল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাঁধন এফোরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুশফিকুল ইসলাম রিতু, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রামপাল উপজেলার ১৫০ জন যুব প্রতিনিধি, এ্যাক্টিভিস্টা রামপালের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলায় সকলকে
একসাথে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি
অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের জন্য সকলকে সোচ্চার হতে হবে। জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা বিশেষ করে নদী তীরবর্তী জেলাগুলোকে ঝুকিপূর্ণ এলাকা
হিসাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বনায়ন ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মেকাবেলায়
সকলে একসাথে কাজ করবে বলে সম্মেলনে সকলে প্রতিশ্রুতি প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102