কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শহীদ আল্লামা সাঈদীর স্বপ্নকে এগিয়ে নিতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর হোটেল ও রেস্টুরেন্ট সেক্টর শহীদ আল্লামা সাঈদী রহ. স্মরণে অর্থসহ কুরআন বিতরণ করেছে। হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, মানবতার মুক্তির জন্য কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই কুরআনের ছায়াতলে আশ্রয় নিতে হবে। কুরআনের বিধান ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার মাধ্যমেই সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। অতএব, আমাদেরকে কুরআনের সমাজ ও কুরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। আমাদের অগ্রপথিক শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহ. আজীবন মানুষকে কুরআনের পথে ডেকেছেন। কুরআনের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন এবং দেখিয়েছেন। কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা শহীদ আল্লামা সাঈদীর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাব।
কুরআন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকনেতা সাব্বির আহমেদ উসমানী। বক্তব্য রাখেন শ্রমিকনেতা স.ম শামীম, আব্দুস সাত্তার, ইমরান হোসাইন, সোহেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করা হয়।