মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

চরফ্যাশনে ডোবা থেকে যুবতী মেয়ের লাশ উদ্ধার৷

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

এএসবিডি চরফ্যাশনঃচরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে পানি ভর্তি বিলের মধ্য থেকে খাদিজা (১৬) নামের এক যুবতি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে৷

শনিবার (১২সেপ্টেম্বর) চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডের পশ্চিম মাথায় মফিজুল মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে বিলের মধ্যে সকাল ৯টায় একটি যুবতী মেয়ের লাশ ভাসতে দেখে স্থানীয়রা৷ লাশটি দেখে কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন জড়ো হতে থাকে৷ এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চরফ্যাশন থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷

সরেজমিনে প্রাথমিকভাবে জানা যায়, মেয়েটির নাম খাদিজা৷ মৃত মেয়েটি চরফ্যাশন উপজেলা জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফারুক মিয়ার মেয়ে৷ প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা প্রেম জনিত ঘটনায় এমন দুর্ঘটনা হতে পারে৷

নাম প্রকাশে অনিচ্ছুক লাশ দেখতে আসা একাধিক মহিলা জানান, কিছুদিন পূর্বে পৌরসভা ১নং ওয়ার্ড মফিজ মিয়ার বাড়ি ফুফুর বাসায় বেড়াতে এসেছিল মেয়েটি৷ দু’দিন পূর্বে মেয়েটির বাবা এসে জাহানপুর বাড়িতে নিয়ে যায়৷ আজ সকাল ৯টায় চরফ্যাশন পৌরসভার বিলের মধ্যে তার মৃতদেহ দেখা যায়৷

মৃত খাদিজার মামাতো বোন জানান, মেয়েটির বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি ঢাকায়৷ অনেক মাস যাবত স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই৷ কিছুদিন পূর্বে মেয়ের বাবা ঢাকায় তার স্বামীর নিকট দিয়ে আসে৷ ১০দিন পুর্বে ঢাকা থেকে মেয়েটি পালিয়ে আবার চরফ্যাশনে এসে পড়েছে৷ মৃত খাদিজার বাবা মেয়ের আচরণে অতিষ্ঠ হয়ে থানায় পুলিশের হাতে সোপর্দ করতে চেয়েছিল৷ আজ হঠাৎ এখানে খাদিজার লাশ পাওয়া গেল৷ কি থেকে এ ঘটনা ঘটেছে তা আমরা জানিনা৷

মৃত মেয়েটির বাবা ফারুক মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি৷

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে যুবতী মেয়েটির লাশ উদ্ধার করে থানায় এনেছি৷ লাশ ময়না তদন্তের জন্য ভোলা পাঠানো হবে৷ তদন্ত সাপেক্ষে আশা করি মূল রহস্য উদ্ঘাটন হবে৷

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102