সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

১১ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

আলোকিত স্বপ্নের বাংলাদেশ ডেস্ক :১১সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনের ঘটনাবলী• ১৩০৪ – তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল মনোনীত হন।
• ১৮৫৩ – প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।
• ১৮৭৫ – সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।• ১৮৯৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তাঁর ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন।

শুরু করেছিলেন এইভাবে – আমেরিকার ভাইবোনেরা। দর্শকবৃন্দ তাঁর গুণমুগ্ধ হয়ে পড়েন।
• ১৮৯৫ – বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।• ১৯০৯ – ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন কারে আবিষ্কার করেন।

• ১৯২৬ – কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।• ১৯৪৮ – নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।• ১৯৭০ – আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।• ১৯৭৩ – চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।

• ২০০১ – মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুইটি ও পেন্টাগনে ১টি যাত্রীবাহী বিমান আঘাত হানে, এবং ৩০০০ এর অধিক ব্যক্তির প্রাণহানী ঘটে। এছাড়া আর একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেন্সিল্ভেনিয়ায় ভূপাতিত হয়।

• ২০০৭ – প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।• ২০১৫ – ‎মক্কা ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে যার ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।

[১]
জন্ম
• ১৮৪৯ – উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
• ১৮৬২ – ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার।
• ১৮৭৭ – জেমস জিনস, প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।
• ১৮৮৫ – ডি. এইচ লরেন্স, ইংরেজ সাহিত্যিক।
• ১৯০৭ – কবি সুফী মোতাহার হোসেন।
• ১৯০৮ – বিনয় বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।
• ১৯৫০ – শাহাবুদ্দিন আহমেদ (চিত্রশিল্পী), বাংলাদেশী চিত্রশিল্পী।

মৃত্যু
• ১৮২৩ – ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ।
• ১৯৪৮ – মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।

• ১৯৫৮ – রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।
• ১৯৭১ – নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনায়ক।
• ১৯৮৭ – মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি।
• ১৯৮৭ – মণিকুন্তলা সেন, প্রগতিবাদী

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102