মসজিদের ওজুখানা নির্মাণের দায়িত্ব নিলেন আওয়ামী লীগ নেতা শেখ আঃ সাত্তার।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়া পুরানো জামে মসজিদের ওজু খানা নির্মাণ করার সম্পূর্ণ দায়িত্ব নিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আঃ সাত্তার।
শেখ আঃ সাত্তার খানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়া পুরানো জামে মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের সাথে কৌশল বিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে খানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলফাজ মোল্লা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ টিটু, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ নাজমুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
মসজিদের মুসল্লিদের দাবির প্রেক্ষিতে তিনি এই মহতী উদ্যোগ গ্রহণ করেন।
এমন মহতী উদ্যোগে এলাকাবাসী ও মসজিদের মুসল্লীবৃন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।