রাউজান ডাবুয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩তম আবির্ভাব দিবস উদযাপন।
চট্টগ্রামের রাউজানে শিবকল্পে মহাযোগী পূর্ণব্রহ্ম ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে বাবার পূজা, প্রসাদ বিতরণ, মন্দিরের প্রণামী বক্স উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডাবুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সভাপতি বাবু শীল। প্রধান অতিথি ছিলেন মহামায়া পরিষদের সভাপতি সুশান্ত দত্ত সোনা।
কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সাধন চন্দ্র দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শিক্ষক অরুন বিজয় দাশ, ডাবুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য মিঠু শীল, হলদিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য শম্ভু মজুমদার, ডাবুয়া কেয়কদাইর দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রতন পাল, তীর্থ ধর, সজল দাশসহ আরও অনেকে। পবিত্র গীতা পাঠ করেন প্রমি শীল।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে নিয়ে প্রাণামি বাক্সের উদ্বোধন করেন কেয়কদাইর লোকনাথ ধাম পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। এরপর আগত অতিথি ও উপস্থিত লোকজনের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।