সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

সাংবাদিক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব।

প্রতিবেদকঃ শেখ মিজানুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

সাংবাদিক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব।

জনপ্রিয় টকশো উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ।

একই সঙ্গে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। জিল্লুর রহমান জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক এবং সিজিএসের নির্বাহী পরিচালক।

এক সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে বুধবার (৯ আগস্ট) জানিয়েছে বিএফআইইউয়ের একটি সূত্র।

বিএফআইইউ থেকে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে তথ্য চাওয়া হয়। চিঠির মাধ্যমে জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলনসহ সব ধরনের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি এসব হিসাবে বিদেশ থেকে অর্থ জমা হয় কি না সে বিষয়েও তথ্য জানাতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102