৬৪০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই যশোর ভৈরব নদীতে জাহাজ ডুবি ।
গত বুধবার রাতে যশোর অভয়নগর নওয়াপাড়া এলাকার পীরবাড়ি খেয়াঘাটের পাশে ভৈরব নদীতে এম ভি শারিব বাঁধন নামের ওই জাহাজ টি ডুবে যায়।
যশোরের অভয়নগর নোয়াপাড়ায় জাহাজ বোঝাই ইউরিয়া সার বোঝাই জাহাজ ভৈরব নদীতে ডুবে যায় ।
চট্টগ্রামভিত্তিক শিপিং কোম্পানি টোটাল শিপিং ওই সার পরিবহন করছিল বলে জানা যায়। শিপিং
কোম্পানি সূত্র জানায়, কাতার থেকে আমদানি করা ইউরিয়া সার বড় জাহাজে করে চট্টগ্রামে আনা হয়।
বড় জাহাজ থেকে ৬৮০ মেট্রিক টন (১৩ হাজার ৫০০ বস্তা) ইউরিয়া সার ছোট জাহাজ এম ভি শারিব বাঁধন বোঝাই করা হয়। গত ২১ জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে ২৫ জানুয়ারি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি খেয়াঘাটে নোঙর করেন।
সার নামানোর জন্য গত বুধবার দুপুরে জাহাজটি তীরের কাছাকাছি আনা হয়। আজ বৃহস্পতিবার সকালে সার ঘাটে নামানোর কথা ছিল।
বুধবার রাতে নদীতে ভাটার কারনে। পানি কম থাকায় ইউরিয়ারের ভারে রাত ১২টা ৩০ মিঃ দিকে জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজটি আস্তে আস্তে পানিতে ডুবতে থাকে। এতে জাহাজে থাকা ইউরিয়া সার গলে নদীর পানিতে মিশে যায়।
এম ভি শারিব বাঁধন এর মাস্টার শরীফ হোসেন বলেন, জাহাজে থাকা ৬৪০ মেট্রিক টন ইউরিয়া ছিল নামানোর অপেক্ষায় ছিলো। গতকাল রাতে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে।
রাত দুইটার দিকে জাহাজটি পানিতে ডুবে যায়। টোটাল শিপিং কোম্পানির খুলনা ইনচার্জ আব্দুল মজিদ বলেন, জাহাজে কাতার থেকে আমদানি করা ইউরিয়া ছিল।
জাহাজে থাকা সব ইউরিয়া পানিতে মিশে গিয়েছে। এতে করে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি বলে জানান, জাহাজ টি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।