রাজাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মদিন পালিত।
জাকির সিকদার, রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতাঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ সভা কক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে ৮ আগস্ট বিকেল ৩ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্ম দিবস রাজাপুরে পালিত হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে।অনুস্ঠানে প্রধান অতিথি-ছিলেন – উপজেলা পরিষদ চেয়্যারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, বিশেষ অতিথি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন, রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা সঞ্চালনায় ৭ জন দুঃস্হ নারীকে ৭টি সেলাই মেশিন ও ৮ জন নারীকে ১৬ হাজার টাকা বিতরন করা হয়েছে।