গলাচিপায় পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরের মৃত্যু।
মিজানুর রহমান অপু,পটুয়াখালী প্রতিনিধিঃ
গলাচিপায় পানিতে ডুবে মাসুম (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের
আটখালী গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার আটখালী গ্রামের বাচ্চু শরীফের প্রতিবন্ধী ছেলে মাছুমকে বৃহস্পতিবার দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পরে বিকাল ৩টার দিকে বাড়ির পাশের ডোবায় মাসুমকে
ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।