কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ি আটক।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীল কোম্পানীগঞ্জ থেকে পুলিশ ৫ জুয়াড়িকে আটক করেছে।
বুধবার (৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পুঁটিয়ালি পোল সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো,পান গোপাল সাহা (৪১) হক সাব (৪৯) মো.মাসুদ (৩২) মো.রুবেল (২৪) নুর উদ্দিন সুমন (৩৮)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে ৫ জুয়াড়ি একটি ঘরের মধ্যে জুয়া খেলছিল । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ বান্ডিল তাস ও জুয়া খেলার নগদ ২৯শত টাকা জব্দ করে পুলিশ।
ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, বৃহস্পতিবার সকালে আটককৃত আসামিদের জুয়া আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।